২০২৫দামোদর মাসে ব্রত পালনের বিধিসমূহ | দামোদর মাসে দীপ দানের মন্ত্র কী?

*দামোদর ব্রত শুরু –*

৭ই অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) | ২০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

*দামোদর ব্রত শেষ –*

৫ই নভেম্বর, ২০২৫ (বুধবার) | ১৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দামোদর ব্রত পালনের “সংকল্প ও অর্ঘ্যমন্ত্র”:

ব্রাহ্মমুহূর্তে উঠে শুচি হয়ে স্নান করতে হয়। স্নান শেষে তিলক ধারণ, আচমন ও সংকল্পের পর পূজামন্দিরে (অর্ঘ্য পাত্রে) বা তুলসীমঞ্চে ভগবান দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হয়। অর্ঘ্য নিবেদনের সময় হাতে অল্প শুদ্ধ জল (গঙ্গাজল হলে ভালো) ও তুলসীপত্র নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে ভগবান শ্রীদামোদরের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হয়।

👉 সংকল্প মন্ত্র —

কার্তিকে’হং করিষ্যামি প্রাতঃস্নানং জনার্দন।

প্রীত্যর্থং তব দেবেশ দামোদর ময়া সহ।

“হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, আমি শ্রীরাধিকার সঙ্গে আপনার প্রীতির জন্য কার্তিক মাসে প্রতিদিন প্রাতঃস্নান করব”। তোমার প্রীতি অর্জনের উদ্দেশ্যে রাধিকা সহ আমি এই ব্রতের সংকল্প করছি।

👉 অর্ঘ্য মন্ত্র —

ব্রতিনঃ কার্তিকে মাসি স্নাতস্য বিধিবন্মম।

দামোদর গৃহাণার্ঘ্যং দনুজেন্দ্রনিসূদন ॥

নিত্যে নৈমিত্তিকে কৃৎস্নে কার্তিকে পাপশোষণে।

গৃহাণার্য্যং ময়া দত্তং রাধয়া সহিত হরে ॥

“নিত্যনৈমিত্তিক সমগ্র পাপশোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবৎ স্নানকারী। হে দামোদর, হে দনুজেন্দ্রনিসূদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য শ্রীরাধিকাসহ গ্রহণ কর।”

🪔 দীপদান বিধি —

ভগবান দামোদরের চরণে চারবার, নাভিতে দুইবার, মুখে তিনবার এবং সর্বাঙ্গে সাত বার, এই ক্রমে আরতি করতে হবে।প্রতিদিন সন্ধ্যায় তুলসীমঞ্চে বা আকাশদীপ জ্বালানো, দামোদরাষ্টকম পাঠ এবং ভগবানের নামসংকীর্তন করা বিশেষভাবে ফলদায়ক। শাস্ত্রে বলা হয়েছে, দামোদর মাসে ভগবান শ্রীদামোদরের উদ্দেশ্যে একটি মাত্র দীপ দান করলে ভক্ত শুদ্ধ কৃষ্ণভক্তি লাভ করেন এবং অন্তিমে ভগবদ্ধামে গমন করেন।

ভগবান দামোদরকে দীপদান মন্ত্র –

ত্বং জ্যেতিঃ শ্রী রবিশ্বন্দ্রো বিদ্যুৎ সৌবর্ণতারকাঃ।

সর্বেষাঃ জ্যোতিষাং জ্যোতিদীপ জ্যোতিঃ স্থিতে নম: ।।

অনুবাদ- তুমি জ্যোতি, তুমি ভাস্কর, তুমি চন্দ্র, তুমি বিদ্যুৎ, তুমি স্বর্ণ, তুমি তারা, এবং যাবতীয় জ্যোতি পদার্থের জ্যোতিও তুমি। তুমি দ্বীপ জ্যোতিতে সংস্থিত তোমাকে নমস্কার করি।

পদ্ম পুরাণে দামোদর মাসে আকাশে দীপদান মন্ত্র-

দামোদরায় নভাসি তুলায়াং লোলয়া সহ।

প্রদীপন্তে প্রযচ্ছামি নমোহনন্তায় বেধসে ।।

অনুবাদ- কার্তিকে আকাশে শ্রী রাধিকার সহিত শ্রী দামোদরকে দীপ দান পূর্বক শ্রী অনন্ত, ভগবান শ্রী বিষ্ণুকে প্রণতি নিবেদন করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top