মহালয়ার ৩৫ দিন পর দূর্গা পূজা ও দূর্গাপূজার সময়সূচি

২০২০ সালের  দূর্গা পূজা কত বেশি চমক নিয়ে আসছে জানেন কি ?

দূর্গা পূজা ৩৫ দিন পর হবে।দূর্গা পূজা শরৎ কালেই হয় আমরা জানি কিন্তু এবারের পুজো হেমন্ত কালে হবে।পুজো হবে হৈমন্তিক ।মহালয়া ১৭ এ সেপ্টেম্বর আর দূর্গা পুজো শুরু হবে ২২ অক্টোবর।আমরা সাধারণত দেখে থাকি মহালয়ার ৬ দিন পর এ মা দুর্গার বোধন শুরু হয়।

কিন্তু এবার হবে ৩৫ দিন পর। ১৭ সেপ্টেম্বর পহেলা অশ্বিন অমাবস্যা। আবার ১৬ অক্টোবর ৩০ সে অশ্বিন আবার ও অমাবস্যা। এই দুই অমাবস্যার কারণে অশ্বিন মাস হয়ে গেছে মল মাস। ফলে এই মাসে কোনো শুভ কাজ হবে না। এই জন্য পূজা চলে যাচ্ছে কার্তিক মাসে। তবে মহালয়াতে সব নিয়ম মেনে হবে পিতৃ তর্পন।  মহালয়ার এতদিন পর দূর্গা পুজো এই প্রথম নয়।  এর আগে ২০০১ সালে এবং ১৯৮২ সালে এমন ঘটনা ঘটেছিলো।  এই বছরে করোনার ভয়াবহতা থাকলেও আমাদের বিশ্বাস মা এসে কোরোনাসুর কে বধ করে ধরাধামকে মুক্ত করে দেবে এবং তার সন্তান দেড় সুস্থ করে দেবে।

তাহলে আসুন জেনে নেই ২০২০ সাল অর্থাৎ ১৪২৭ সনে এর দুর্গাপূজার সময় সূচি, ও  মায়ের আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলাফল কি।

১৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালয়া 

২১ শে অক্টোবর ৪ঠা কার্তিক বুধবার মহাপঞ্চমী

২২ শে অক্টোবর ৫ই  কার্তিক বৃহস্পতিবার মহাষষ্ঠী

২৩ শে অক্টোবর ৬ ই  কার্তিক শুক্রবার  মহা সপ্তমী

২৪ শে অক্টোবর ৭ই কার্তিক  শনিবার মহাঅষ্টমী

২৫ শে অক্টোবর ৮ই কার্তিক রবিবার  মহানবমী

২৬ শে অক্টোবর ৯ই কার্তিক সোমবার   বিজয়াদশমী

হিন্দু ধর্মে মা দুর্গার আগমন ও গমনের জন্য বেশ কিছু যানবাহনের কথা উল্লেখ আছে। আমরা সবাই জানি মা দুর্গার সপ্তমীতে আগমন ঘটে র দশমীতে গমন।এই দুইদিন সপ্তাহের কোন কোন বাড়ে পড়েছে তার উপর নির্ভর করে দূর্গা মায়ের কিসে আগমন র কিসে গমন ঘটবে।

সপ্তমী এবং দশমী যদি রবিবার বা সোমবার হয় তাহলে মার্ গজে আগমন র গজেই গমন ঘটবে।

শনি এবং মঙ্গলবার এ যদি সপ্তমী ও দশমী হয় তাহলে মা দুর্গার আগমন ও গমন হবে ঘোটকে বা ঘোড়ায়

বৃহস্পতি ও শুক্রবারে মায়ের আগমন ও গমন হলে মা দোলায় আগমন ও গমন করে।

আর বাকি থাকলো বুধবার , বুধবারে সপ্তমী অর্থাৎ এই দিনে দেবীর আগমন আর গমন হলে ম,মা নৌকায় আগমন র গমন করবেন।

এই সূত্র অনুযায়ী মায়ের আগমন হচ্ছে শুক্রবারে তাই মায়ের আগমন হবে দোলায় চড়ে. এর ফল হলো মর্তে বহুমৃত্যু হবে , সেটা হোক  প্রাকৃতিক কারণে অথবা মহামারীতে।আর দশমী পড়েছে সোমবার তাহলে মায়ের গমন হবে গজে অর্থাৎ হাতিতে। ফলাফল হলো মর্তে জলের সাম্যতা বজায় রাখবে এবং শস্য  ফলন ভালো হবে আর  সুখ, শান্তি  সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে মরতভূমি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *