মহাভারত সিরিয়াল বাংলায় ডাবিং করেছে কারা

আপনারা জানেন কি মহাভারত সিরিয়ালটি বাংলায় ডাবিং করা নিয়ে প্রযোজক আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল। সফটওয়্যার ব্যবহার করে হিন্দি মহাভারত বাংলায় ডাবিং করার একটা গুজব উঠেছিল। আর তাই নিয়েই  একজোট হয়েছিল ইন্ডাস্ট্রি। তখন আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, তারাই মামলাটা করেন। আসল ধারাবাহিকটি স্টার প্লাস চ্যানেলে প্রথমে শুরু হয়। ১৫ দিন পর  স্টার জলসায় বাংলায় ডাবিং করা রূপটি প্রকাশ করার কথা থাকলেও ডাবিং করা নিয়ে ঝামেলার জন্য প্রচার করতে আরো বেশ কিছু দিন সময় লাগে. যে প্রযোজনা সংস্থা এই ডাবিং  প্রজেক্টের দায়িত্ব পেয়েছিল , তারা ওই সময় কে কোন চরিত্রের জন্য গলা দিচ্ছেন কাউকে কিছু জানায়নি। কারণ কেউ যদি জানতে পারতেন, তাহলে চ্যানেল কর্তৃপক্ষ প্রযোজক সংস্থার দিকেই আঙুল  তুলতেন ৷

পরে আস্তে আস্তে সব জানা যায় কে কোন চরিত্র এ গলা দিয়েছেন।  টলিউডের অনেক নামীদামি অভিনেতা যাঁদের সিনেমাতেও দেখা যায়৷ আর টেলিভিশনে তাঁদের জনপ্রিয়তা তুঙ্গে৷ তারা অনেকেই মহাভারত’-এর জন্য এই ডাবিং করেছেন।’

মহাভারত সিরিয়ালে হিন্দিতে|

সৌরভ জৈন – কৃষ্ণ

তিনি একজন মডেল-অভিনেতা৷ টেলিভিশনে প্রথম কাজ ‘রিমিক্স’৷ পরে লাইফ-ওকে চ্যানেলের ‘মহাদেব’ ধারাবাহিকে তিনি বিষ্ণু চরিত্রে অভিনয় করেছেন এবং মহাকালী সিরিয়ালে মহাদেবের চরিত্রে  অভিনয় করেছেন ৷

ষ্টার জলসার  মহাভারতে কৃষ্ণ চরিত্রে বাংলায় গলা দেবেন কৌশিক সেন ৷ কৌশিক সেন বলেছিলেন, ‘অন্য কারও গলায় ডাবিং করা খুব কঠিন ৷ বিশেষত অন্য ভাষায় তৈরি করতে হলে৷ লিপ মুভমেন্ট মাথায় রাখতে হয়, সেই সঙ্গে অভিনেতার অনুভূতিটাও যাতে প্রকাশ পায় সে খেয়ালও রাখতে হয়৷ সব মিলিয়ে টেকনিক্যালি ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং সে কারণেই এই প্রজেক্ট করতে রাজি হয়েছিলেন   ৷

অহম শর্মা – মহাভারতে তিনি কর্ণ চরিত্রে অভিনয় করেছেন

 তিনি একজন মডেল এবং অভিনেতা।বাংলা মহাভারতে কর্ণ চরিত্রে ডাবিং করেছেন অনিন্দ্য পুলক ব্যানার্জী৷

আরভ চৌধুরী- মহাভারতে তিনি ভীষ্ম চরিত্রে অভিনয় করেছেন

তিনি একজন মডেল এবং অভিনেতা ৷ ‘রাইট ইয়া রং’ ছবিতে তিনি অভিনয় করেছেন ৷ এর আগে টেলিভিশনে তিনি ‘গুলাল’ ধারাবাহিকে অভিনয় করেছেন ৷ তবে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্রেক ৷ ভীষ্ম চরিত্রে বাংলায় গলা দিয়েছেন   সুদীপ মুখোপাধ্যায়.

সায়ন্তনী ঘোষ-সত্যবতী

‘মহাভারত শুরু হচ্ছে ‘সত্যবতী’কে দিয়ে৷ তাঁর চোখ দিয়েই বলবে মহাভারতের গল্প,’ ‘এর আগে তিনি ‘নাগিন’ সিরিয়ালে অভিনয় করেছেন  অমৃতা চরিত্রে ৷ তাঁর প্রথম মেগা ধারাবাহিক ছিল ‘কুমকুম’৷ হিন্দি ‘বিগ বস’-এর সিজন সিক্সেও অংশ নিয়েছিলেন তিনি৷

সত্যবতী চরিত্রে গলা দিয়েছেন শ্রীলেখা মিত্র

সমীর ধর্মাধিকারী-শান্তনু

‘সত্যা’ ছবিতে রবিনা ট্যান্ডন-এর স্বামীর চরিত্রে অভিনয় করেন তিনি৷ এছাড়া টেলিভিশনে ‘ঝাঁসি লক্ষ্মীবাই’-এ রাজা গঙ্গাধর চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল৷ 

বাংলায় কৌশিক চক্রবর্তী শান্তনুর জন্যে ও  ডাবিংয়ের কাজ করেছিলেন। শান্তনুর ডাবিং আগে করেছিলেন.

অনুপ সিং-ধৃতরাষ্ট্র

অনুপের এটাই প্রথম কাজ৷ ধৃতরাষ্ট্রের চরিত্রের জন্য বাংলায় গলা দিয়েছেন  বিশ্বনাথ বসু

বিশ্বনাথ বলেছিলেন, ”মহাভারত’-এর কথা যখনই শুনেছিলাম ইমোশনাল হয়ে পড়েছিলাম৷ তা ছাড়া ডাবিং করলে সবচেয়ে ভালো করে গলার কাজ শেখা যায়৷ তিনি আরো বলেছিলেন আমার ধারণা ছিল ধৃতরাষ্ট একজন অসহায় চরিত্র৷ কিন্ত্ত ডাবিং করতে গিয়ে দেখেছি এখানে তাঁকে ম্যান অফ পাওয়ার হিসেবে দেখা হয়েছে৷

প্রনীত ভট্ট-শকুনিপ্রথম কাজ ‘আরসালান’৷ চ্যানেল ভি-এর ‘সুভরিন গুগ্গল’-এ এখন অভিনয় করছেন৷ এটাই প্রথম বড় ব্রেক৷বাংলায় গলা দিয়েছিল চন্দন সেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *