শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের নিয়ম

জন্মাষ্টমী কি?

জন্মষ্টমী উপবাস কত তারিখ এবং কেন?

কিভাবে জন্মাষ্টমী উপবাস পালন করব?

শ্রীজন্মাষ্টমী ব্রতদিন নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে,
কৃষ্ণোপাস্যাষ্টমী ভাদ্রে রোহিণ্যাঢ্যা মহাফলা।
নিশীথেহত্রাপি কিঞ্চেন্দৌজ্ঞে বাপি নবমীযুতা॥
অর্থাৎ,
ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমী উপবাস যোগ্য। রোহিণী নক্ষত্রযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা। আর নবমী তিথি সংযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা হয়।
অর্থাৎ নবমী তিথি যুক্ত জন্মাষ্টমী অধিক শ্রেষ্ঠ।
অন্যদিকে পূর্বতিথি সপ্তমী য।বিদ্ধা জন্মাষ্টমী সর্বদা ত্যজ্য।

পদ্মপুরাণে বলা হয়েছে,
পঞ্চগব্যং যথা শুদ্ধং ন গ্রাহ্যং মদ্যসঙযুক্তম্।
রবিবিদ্ধা তথা ত্যজ্যা রোহিণী সহিতা যদি॥
অনুবাদঃ
যদিও পঞ্চগব্য পবিত্র, কিন্তু এতে মদ মিশলে আর তা গ্রহণযোগ্য থাকেনা, তেমনিভাবে রোহিণী নক্ষত্র সংযুক্তা হলেও সপ্তমীবিদ্ধা অষ্টমী গ্রহণযোগ্য নয়।

★★জন্মাষ্টমী পালন করবেন যেভাবে…

১) আগের দিন শুক্র বার রাত ১২ টার আগে অন্ন প্রসাদ পাবেন। ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে।
২) পরের দিন শনিবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন,অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করার পর একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে নিয়ম অনুসারে।

৩) আর যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর ১২ টার পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন।

৪) পরের দিন সকালে স্নান করা শেষে ৭-৮ মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পারন করবেন।

সেই দিনই কলি প্রবেশ করেছে, সেই দিন ছিল শুক্রবার। খ্রীষ্টপূর্ব ৩১০১ এ কলিযুগ আরম্ভ হয়। বর্তমান ২০১৯ খ্রীষ্টাব্দ, তাহলে কলির বয়স ৩১০১+২০১৯=৫১২০ বছর।
শ্রীকৃষ্ণের অর্ন্তধানের দিন কলির আবির্ভাব। শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলা করেছেন। তাহলে শ্রীকৃষ্ণের আর্বিভাব ৫১২০+১২৫=৫২৪৫ বছর পূর্বে হয়েছিল।
অর্থাৎ, ২০১৯ ইংরেজি সালের মাঘী পূর্ণিমা থেকে ৫২৪৫ বছর পূর্বে শ্রীকৃষ্ণের জন্ম হয়।

★★শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মষ্টমী
উপবাস নিষ্ঠা সহকারে পালন করে তা হলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি, ভোগ করতে হয় না, ও পূর্নজন্ম গ্রহন করতে হয় না।

                              ★জয় শ্রীকৃষ্ণ★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *